করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/23/constable-nure-alam-siqddique.jpg)
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল নূরে আলম সিদ্দিকী (৪৬)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নূরে আলম ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামে। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী গ্রামের বাড়িতে নূরে আলমের দাফন সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি এই বীর পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। একইসঙ্গে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। নূরে আলম কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তাঁর পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
করোনাভাইরাসের মহামারির মধ্যে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৬৮ জন সদস্য জীবন দান করেছেন।