কাউন্সিলরকে মারধর করে ত্রাণের টাকা ছিনতাই
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় কাউন্সিলরকে মারধর করে ত্রাণের টাকা ছিনতাই করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনের নাম উল্লেখসহ কয়েকজনের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা করা হয়েছে। পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু বাদী হয়ে এ মামলা করেন।
এদিকে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে।
হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টু বলেন, ‘পৌর এলাকার এক হাজার ৬০০ অসহায় দুস্থ মানুষের তালিকা করা হয়। তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য পৌরসভার নিজস্ব তহবিল থেকে পাঁচ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। এ টাকা উত্তোলনের দায়িত্ব দেওয়া পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলামকে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সোনালী ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করেন তিনি। পূর্বশত্রুতার জের ধরে সন্ধ্যার দিকে স্থানীয় পার্বতীপুর বাজারে তাঁর ওপর হামলা চালিয়ে পাঁচ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।’
আহত প্যানেল মেয়র খায়রুল ইসলামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গতকাল রাতেই হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।