কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মহিলা পরিষদের ক্ষোভ
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশে মহিলা পরিষদ। টাঙ্গাইলের সখীপুরে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর গার্ড অব অনার (রাষ্ট্রীয় সম্মান) দেওয়ার সময় এক অভিযোগের ভিত্তিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়। আজ রোববার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ তুলে সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু বলেছেন, কাদের সিদ্দিকী পুরুষ কর্মকর্তাকে গার্ড অব অনার দেওয়ার প্রস্তাব করেছেন। একজন প্রবীণ রাজনীতিবিদের কাছে এমনটি তারা আশা করেন না।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে, সখিপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খানের মৃত্যুতে নারী ইউএনওকে গার্ড অব অনার প্রদানে বঙ্গবীর কাদের সিদ্দিকী বাধা দিয়েছেন। তিনি পুরুষ কর্মকর্তাকে গার্ড অব অনার দেওয়ার প্রস্তাব করেন। বাংলাদেশ মহিলা পরিষদ একজন প্রবীণ রাজনীতিবিদের কাছে এ ধরণের অগ্রহণযোগ্য, সংবিধান ও মানবাধিকার পরিপন্থী বক্তব্য আশা করে না। আমরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একজন রাজনৈতিক নেতার এই ধরণের আচরণ নারীর জন্য অবমাননাকর। একইভাবে একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও জাতির জন্যও অপমানজনক। নারী-পুরুষের সমতাপূর্ণ প্রগতিশীল সমাজ ও রাষ্ট্র গঠনের জন্যই মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।’
বাংলাদেশে নারী ইউএনও বলে কোনো পদ নেই জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য হওয়ার মাধ্যমে এ পদে নিয়োগ দেওয়া হয়। সেখানে নারী-পুরুষ বিভাজন সংবিধান বিরোধী। নারী-পুরুষ নির্বিশেষে পদাধিকারবলে যাদের ওপর বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার দায়িত্ব অর্পিত হয়েছে, তারা সেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশিত।’