কারওয়ান বাজারে বাসের ধাক্কায় রিকশাআরোহী নিহত

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে বাসের ধাক্কায় ইব্রাহীম বিশ্বাস (২৪) নামের এক রিকশাআরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর ৪টার দিকে সোনারগাঁও হোটেলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীমের বরিশাল উজিরপুর উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের সান্টু বিশ্বাসের ছেলে।
শনিবার দুপুরে শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাজু মুন্সি এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
রাজু মুন্সি আরও বলেন, ভোরে সোনারগাঁও হোটেলের সামনে রাস্তায় একটি বাস রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই যুবক সড়কে ছিটকে পড়ে গেলে তাঁর ওপর দিয়ে চলে যায় বাসটি।
গুরুতর অবস্থায় ইব্রাহীম বিশ্বাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলেও জানান রাজু মুন্সি।
রাজু বলেন, ‘তবে, দুর্ঘটনার পর বাসের চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।