কারাভোগ শেষে ভারতে ফিরলেন ভারতীয় ১৩৫ জেলে

দীর্ঘ তিন মাস চার দিন কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেছেন ১৩৫ ভারতীয় জেলে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাগেরহাট আদালত থেকে খালাস পেয়ে এসব জেলে দুপুরে মোংলায় আসেন। এরপর মোংলার ফেরিঘাট এলাকা থেকে আটটি ট্রলার নিয়ে বিকেল ৪টার দিকে ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনার উদ্দেশে রওনা হন।
বাগেরহাটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল (মোংলা-রামপাল সার্কেল) জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশের দায়ে গত ২৭ জুন আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। এরপর গত ২৮ জুন চারটি ট্রলার ও ৬৮ জেলে এবং ২৯ জুন চারটি ট্রলার ও ৬৭ জেলেকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করে নৌবাহিনী। এরপর আটক ওই ১৩৫ জেলেকে বাগেরহাট জেলহাজতে পাঠায় পুলিশ।
দীর্ঘ তিন মাস চার দিন কারাভোগের পর আজ বেলা ১১টার দিকে তাদের খালাস দেন আদালত। মুক্ত হয়ে দুপুরেই তাঁরা বাগেরহাটের মোংলা থেকে বিকেল ৪টার দিকে আটটি ট্রলারে করে দক্ষিণ-চব্বিশ পরগোনার উদ্দেশে রওনা হয়।
এ সময় ফেরিঘাটে উপস্থিত ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দার জিৎ সাগর।