চাঁদপুরে নদীর চরে আটকে পড়া ৮০ জন উদ্ধার
চাঁদপুরে বৈরী আবহাওয়ায় পদ্মা-মেঘনা নদীর চরে আটকা পড়া ৮০ জন পর্যটক ও শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিম বাহেরচর থেকে ২২ শিক্ষার্থী এবং পর্যটনকেন্দ্র পদ্মার বালুচর থেকে আরও ৫৮ পর্যটকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, ‘ভ্রমণে গিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় পদ্মা মেঘনার চরে আটকে পড়েন তারা। পরে ৯৯৯ এ কল পেয়ে কোস্টগার্ড চাঁদপুর ও মোহনপুর জোনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থল থেকে পৃথকভাবে মোট ৮০ জনকে উদ্ধার করে।’
পরবর্তীতে উদ্ধার হওয়া সবাইকে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।