কাশিমপুর কারাগারে হুজি সদস্য রউফের মৃত্যু
২১ আগস্ট গ্রেনেড হামলার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখার মামলায় সাজাপ্রাপ্ত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য মাওলানা আব্দুর রউফ ওরফে মুফতি আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক (৬০) মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-২-তে বন্দি অবস্থায় মারা যান।
আব্দুর রউফ মাদারীপুরের রাজৈর উপজেলায় মজুমদারকান্দী এলাকার মৃত হাকিম ফরাজীর ছেলে। তিনি মৃত্যুদণ্ডসহ একাধিক মামলায় সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ বিকেলে বন্দি আব্দুর রউফ হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে পরে বিকেল ৩টা ২৭ মিনিটে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।’
জেল সুপার জানান, ২০১৬ সালের ২ নভেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে তাকে স্থানান্তর করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেল সুপার আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া থানার ২০০০ সালের একটি মামলায় মৃতুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। এ ছাড়াও তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ ২০০৪ সালের মতিঝিল থানার মামলায় ৩০ বছর, বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় ৩০ বছর, ২০০১ সালের রমনা থানার মামলায় ৩০ বছর এবং ২০০৫ সালে ফরিদপুরের কোতোয়ালি থানার বিস্ফোরক আইনের মামলায় ৩০ বছর সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিলেন।