কিশোরগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে যুবদলের সমাবেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/13/kishoreganj_jubodol_meeting_picture.jpg)
কিশোরগঞ্জ শহরের রথখলা ময়দানে যুবদলের সমাবেশ। ছবি : এনটিভি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে কিশোরগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে জেলা শহরের রথখলা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলার ১৩ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করে।
জেলা যুবদলের সভাপতি মো. খসরুজ্জামান শরীফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মো. গোলাম হাফিজ নাহিন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি রুহুল হুসাইন ও শরীফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।