কুমিল্লায় সাড়ে তিনমাসে মাদকদ্রব্যসহ আটক ১০১২
গত সাড়ে তিন মাসে পাঁচ কোটি ৩৪ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে কুমিল্লা জেলা পুলিশ। একাধিক অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে দুই টন গাঁজা, ৬০ হাজার পিস ইয়াবা, সাড়ে সাত হাজার ফেনসিডিল, মদ, হুইস্কিসহ আরও অন্যান্য মাদক জব্দ করা হয়। এসব মাদক উদ্ধারের ঘটনায় এক হাজার ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলায় মাদকের উৎস, চোরাচালানের রুট ও মাদকপ্রবণ এলাকাসমুহ চিহ্নিত করাসহ মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে পুলিশ সবসময় সচেষ্ট।