কুলিয়ারচরে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৮, ভাংচুর-অগ্নিসংযোগ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ডিস লাইনের সংযোগ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৮ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি অটোরিকশা ও একটি পোল্ট্রিফিডের গুদামে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
আজ রোববার উপজেলার ফরিদপুর ইউনিয়নের খিদিরপুর পূর্ব ও পশ্চিমপাড়া গ্রামের দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডিস লাইনের সংযোগকে কেন্দ্র করে আজ বেলা সাড়ে ১১টার দিকে খিদিরপুর পশ্চিমপাড়া গ্রামের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কেফায়েত উল্লাহ ও খিদিরপুর পূর্বপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার মো. রহমত আলীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অন্যের ওপর চড়াও হয়।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ। সংঘর্ষ থামার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান স্বজনেরা।