কুষ্টিয়ায় নারীর লাশ উদ্ধার, গলায়-চোখে আঘাতের চিহ্ন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/04/kushtia-dead.jpg)
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় উদ্ধার হওয়া নারীর লাশ ঘিরে মানুষের ভিড়। ছবি : এনটিভি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শ্যামলী খাতুন (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে বাড়ির পাশের ধঞ্চে ক্ষেত থেকে আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শ্যামলী ঘোড়ামারা গ্রামের মো. তাজমত আলির মেয়ে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘ঘোড়ামারা গ্রামের একটি ধঞ্চে ক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তাঁর গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কী কারণে কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।’
এরই মধ্যে লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।