কুষ্টিয়ায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু
কুষ্টিয়ায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
উদ্বোধন শেষে মো. ইসমাইল হোসেন বলেন, ‘কৃষকরা যাতে মধ্যসত্ত্বভোগীদের কারণে ক্ষতিগ্রস্ত না হয় এবং মিলের মালিক ও প্রশাসন যেন একে অপরকে প্রতিপক্ষ না ভাবে, সেদিকে লক্ষ্য রেখে এবার মানসম্মত ধান ও চাল সংগ্রহ করা হবে। এই বিষয়ে যেন সমন্বয় বজায় থাকে, সেদিকে লক্ষ্য রেখে এবারের সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।’
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ চালকল মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানা যায়, এবার কুষ্টিয়ায় ৪০টাকা কেজি দরে ৩৬ হাজার ৪০১ টন চাল ও ২৭ টাকা কেজি দরে চার হাজার ৮৩৫ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।