কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় শিশু নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৯ মার্চ) দুপুরের দিকে উপজেলা সদরের পানিমাছকুটি কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মেরাজ হোসেন (৪) ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধরলা নদীর চর থেকে বালু বোঝাই করে ফুলবাড়ী যাওয়ার পথে কাশিয়াবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় ট্রাক্টরটি। এসময় সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু মেরাজকে চাপা দেয়। পরে স্থানীয়রা মুর্মূষু মিরাজকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তান শিশু মিরাজের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি আটক করা হলওে চালক পলাতক রয়েছে।