কুড়িগ্রামে বিএনপিনেতা রিজভীর রোগমুক্তি কামনায় দোয়া
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/19/-kurigram-rizvi-.jpg)
কুড়িগ্রাম বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রোগমুক্তির কামনায় দোয়ার আয়োজন করা হয়। ছবি : এনটিভি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর রোগমুক্তি কামনায় কুড়িগ্রামে ২৭টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদসহ ২৭টি মসজিদে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করা হয়। এছাড়া বাদ আসর পোস্টাফিস পাড়াস্থ বিএনপির কার্যালয়ে রিজভীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, জহুরুল আলম, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শিক্ষা বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা, বিএনপি নেতা শাইন শেখ রঞ্জু, অধ্যাপক রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের সন্তান রুহুল কবির রিজভী গত বুধবার করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।