কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা : ত্রাণ প্রতিমন্ত্রী
কোরবানির পশুবাহী কোনো গাড়িতে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সাভারের গেন্ডা এলাকায় পৌরসভার কোরবানির গরু-ছাগলের হাট উদ্বোধনকালে এ হুঁশিয়ারি দেন ডা. এনামুর।
প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজেরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
পরে সাভারের মধুমতি মডেল টাউন, আশুলিয়ার টাকশুর ও কাঠগড়ার আমতলা এলাকায় তিনটি কোরবানির পশুর হাট উদ্বোধন করেন ত্রাণ প্রতিমন্ত্রী।
এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।