উল্টো পথে আসা ট্রাকের চাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাভারে উল্টো পথে আসা ট্রাকের চাপায় মো. ফজলুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সাভারের বলিয়ারপুরে উল্টো দিক দিয়ে আসা ট্রাকের চাপায় গুরুতর আহত হন ফজলুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এনটিভি অনলাইনকে রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান ময়মনসিংহের নান্দাইল থানার মেরেঙ্গা গ্রামের মৃত সুনু ভুঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাভারের বলিয়ারপুর থেকে দায়িত্ব পালন শেষে সাভার মডেল থানায় ফিরছিলেন ওই পুলিশ কর্মকর্তা। পথে বলিয়ারপুর এনারকাটা এলাকায় উল্টো পথ দিয়ে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটির ওপর তুলে দেয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকচালক রাকিবকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া এলাকার বাসিন্দা। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।