খালিয়াজুরীতে বিনা ভোটে চেয়ারম্যান হলেন রব্বানী জব্বার
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রব্বানী জব্বার।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে গতকাল রোববার রব্বানী জব্বার প্রার্থিতা প্রত্যাহার করেননি। তিনি ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় আজ সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
নির্বাচন কর্মকর্তা জানান, খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিবরিয়া জব্বারের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হওয়ায় আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। সে মোতাবেক গত ১৩ সেপ্টেম্বর ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। সেদিন দুপুর দেড়টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রব্বানী জব্বার দলীয় নেতাকর্মী নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।