খালেদা জিয়া যেকোনো সময় মুক্তি পাচ্ছেন : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেকোনো সময়ে মুক্তি পাচ্ছেন। প্রধানমন্ত্রী তাঁর (খালেদা জিয়া) দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করেছেন। এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। এর পরই তিনি মুক্তি পাবেন।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির চেয়ারপারসনের মুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিজ্ঞ ও দুরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রী উদার নৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি বিএনপি বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগী হবে।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘বেগম খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুযায়ী তাঁর সাজা ছয় মাসের জন্য স্থগিত করেছেন।’
করোনাভাইরাসের ভয়াবহতার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক ও দেশের ভয়াবহ এ সংকটকালে সব নেতিবাচক রাজনীতি পরিবহার করে মানুষকে বাঁচানোর অভিন্ন পথ বেছে নিতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
এর আগে গতকাল শুক্রবার আইনমন্ত্রী আনিসুল হক গুলশানে তাঁর রাজনৈতিক দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের কথা জানান। আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়ার নিকটজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার মানবিক কারণে এ সিদ্ধান্ত নিয়েছে।’