গণতন্ত্রের অন্যতম শর্ত হলো মত প্রকাশ ও সভা সমাবেশের স্বাধীনতা : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘গণতন্ত্রের অন্যতম শর্ত হলো মত প্রকাশ এ সভা সমাবেশের স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশের সংবিধানেও এই অধিকার সব নাগরিক এবং রাজনৈতিকদল ও সামাজিক সংগঠনকে দেওয়া হয়েছে। আমরা স্রেফ সেই অধিকার প্রয়োগের উদ্যোগ নিয়েছি।’
নজরুল ইসলাম খান আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আগামীকালের গণসমাবেশ নিয়ে সংবাদ সন্মেলনে এ সব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ কষ্টে আছে, দিশেহারা সবাই। নাগরিক হিসাবে, রাজনৈতিক দল হিসাবে, জনগণের কাছে দায়বদ্ধ সংগঠন হিসাবে আমাদের দায়িত্ব এর প্রতিবাদ করা। বার বার সব জিনিসের দাম বাড়ানো হচ্ছে। এমনিতেও দাম বেড়ে যায় আবার সরকার আদেশ করেও বাড়ায়।’
আজ শুক্রবার দুপুর পর্যন্ত গনসমাবেশের জন্য চাওয়া সার্কিট হাউজ মাঠ ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সার্কিট হাইজ মাঠেই সমাবেশ করতে চাই। ওখানে সমাবেশ না করতে দেওয়ার কারণটিও কেউ বলছেন না। ওটি কোনো নিষিদ্ধ জায়গা নয়, সেখানে কেউ কি সমাবেশ করে না? আমরা কেন করতে পারব না?’
এসময় বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম বক্তব্য রাখেন। সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, আকতারুজ্জামান বাচ্ছু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ, একেএম মাহবুবুল আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।