গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বিভিন্ন সংস্থা গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে পর্যবেক্ষণ করছে।’
রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে আজ বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) বৈঠক করে নতুন বাস ভাড়া নির্ধারণ করেছে। এটা নিয়ে কোনো জটিলতা নেই। গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো কারণ নেই।’
বৃহস্পতিবার রাজধানীতে বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। ঢাকার আটটি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এতে বাড়তি ভাড়া আদায়ের কারণে বেশ কিছু বাসকে জরিমানা করা হয়।
এদিকে, বাসে হাফ পাস বা অর্ধেক ভাড়া বহালের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক ও প্রশাসনের আশ্বাসে তাঁরা সড়ক থেকে সরে যান। তবে, শনিবারের মধ্যে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেকের বিষয়টি কার্যকর না হলে ফের আন্দোলনের কর্মসূচির কথা জানিয়েছেন তাঁরা।