গণমিছিলের নামে মুসল্লিদের প্ররোচিত করতে দেব না : মোস্তফা জালাল মহিউদ্দিন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/29/al.jpg)
গণমিছিলের নামে মুসল্লিদের প্ররোচিত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। জুমার নামাজের পর রাজধানীতে নাশকতার পরিকল্পনা থেকে বিএনপি ও তাদের দোসররা শুক্রবারকে তাদের গণমিছিলের দিন হিসেবে বেছে নিয়েছে বলে দাবি করেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।
মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘বিএনপি-জামায়াত অপশক্তি জুমার নামাজে বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ সাধারণ মসল্লিদের উসকানি দিয়ে এবং সরকার বিরোধী গুজব ও প্রোপাগান্ডা ছড়িয়ে রাজধানীতে নাশকতা সৃষ্টির জন্য শুক্রবারকে তাদের গণমিছিলের দিন হিসেবে বেছে নিয়েছে।
মহিউদ্দিন বলেন, ‘আমরা সাংগঠনিকভাবে পাড়া-মহল্লার বিভিন্ন মসজিদে মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করব এবং সতর্ক দৃষ্টি রাখব যাতে কেউ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে কোনো ধরনের গুজব ছড়াতে না পারে। এ বিষয়ে আমাদের দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া আছে।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমি কাল সকাল থেকে যাত্রাবাড়ি এলাকায় অবস্থান করব। এ বিষয়ে সে এলাকার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে দিকনির্দেশনা দিয়েছি। আমি তাদের সতর্ক থাকতে বলেছি। কোনো ধরনের অসঙ্গতি চোখে পড়লে আমাকে জানাতে বলেছি।’
অনুষ্ঠানে শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডা. আবু রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া, বিএমএ’র লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক ডা. কাজী শফিকুল হালিম (জিম্মু), স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. এনামুর রহমান, বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল, প্রফেসর জাহাঙ্গীর হোসেন এবং সোসাইটি অব মেডিসিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ডা. রউফ।
এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন নিটোরের স্বাচিপ নেতা অধ্যাপক ওয়াহেদ, শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. তৈয়ব প্রমুখ।