গণসংযোগে আইভী-তৈমূর, নানা প্রতিশ্রুতি
প্রতীক বরাদ্দের আগেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের হেভওয়েট দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও অ্যাডভেকেট তৈমূর আলম খন্দকার প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। নগরবাসীকে নানা রকম প্রতিশ্রুতিও দিচ্ছেন তাঁরা।
সদ্যবিদায়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর নিজ বাসভবনে খেলাঘর নেতারা তাকে সমর্থন জানাতে গেলে তিনি বলেন,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তিন হাজার টাকার উন্নয়ন কাজ করেছি। নগরবাসীর সেবা করার জন্য আমি পুনরায় সুযোগ ও সহযোগিতা চাই।
অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলার আহ্বায়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার আজ বৃহস্পতিবার সকালে আদালতপাড়ায় আইনজীবীদের সঙ্গে গণসংযোগ করে বলেন,আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনের নাগরিকদের আগামী ১০০ বছরের সুযোগ-সুবিধার পরিকল্পনা হাতে নেব।
মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার দুজনই নাগরিক সমাজের কাছে ভোট প্রার্থনা করছেন।
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে পাঁচ লাখ ১৭ হাজার ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে একজন মেয়র নির্বাচিত করবেন।