গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনের আগুন ফায়ার সার্ভিস কর্মীদের চার ঘণ্টার চেষ্টায় ভোরে নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আরেফিন জানান, রাত দুইটার দিকে কোনাবাড়ি জেলখানা রোডে একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে গাজীপুরের কালিয়াকৈর থেকে আরো পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ভোর ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরেফিন আরও জানান, আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় দূর থেকে পানি এনে কাজ করতে তাদের অনেক বেগ পেতে হয়েছে। আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়ের ঝুট এবং বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।