গাজীপুরে টেক্সটাইল কারখানার গুদামে আগুন

ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। শ্রীপুর পৌরসভার নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে ওই কারখানায় আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল আরেফিন বলেন, এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার সেমি পাকা তুলার গুদামে দুপুর ১২টার দিকে আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
পরে খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পাশের কাপাসিয়া ও গাজীপুর থেকে আরও চারটিসহ মোট সাতটি ইউনিট আাগুন নেভানোর কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।