গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আয়েশা আক্তার ও জোবেদা আক্তার নামের দুই পোশাককর্মী নিহত হয়েছেন। এ ছাড়া লরি চাপায় নিহত হয়েছেন জুলেখা আক্তার (৪০) নামের এক ক্লিনিক কর্মী। গতকাল শনিবার রাতে গাজীপুরে পৃথক পৃথক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের মাহমুদ জিন্স লিমিটেড কারখানায় ছুটি শেষে শ্রমিকেরা বাসায় ফিরছিলেন। এ সময় কালিয়াকৈর হরতকিতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে ওই কারখানার কর্মীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করে।
নিহত আয়েশা আক্তার কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী এবং জোবেদা টাঙ্গাইল জেলা সদরের নরসিংহপুর এলাকার আব্দুল্লাহর স্ত্রী।
এ ছাড়া শনিবার সন্ধ্যায় রিকশায় বাসায় ফিরছিলেন চান্দনা চৌরাস্তার মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মী জুলেখা আক্তার (৪০)। তিনি ঢাকা-গাজীপুর সড়কের নলজানী এলাকার টার্গেট গার্মেন্টসের সামনে পৌঁছালে পেছন থেকে আড়ং মিল্ক কারখানার দুধ বহনকারী লরি ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে সড়কের ওপর ছিটকে পড়ে ওই লরির চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই নিহত হন জুলেখা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত জুলেখা রংপুরের কোতোয়ালি থানাধীন গোসাইবাড়ি এলাকার মৃত আব্দুল হাইয়ের স্ত্রী।
উভয় ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।