গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের একটি পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তার আগে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ তৈরি পোশাক ও মেশিনারিজ পুড়ে গেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, কালিয়াকৈর চন্দ্রা এলাকায় ডিভাইন কারখানায় ডায়িং সেকশনে বিকেল সোয়া চারটার দিকে আগুনের সূত্রপাত হয। ডায়িং সেকশনে কেমিক্যাল থাকার কারণে মুহূর্তে আগুন সম্পূর্ণ ফ্লোরে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর, ইপিজেড, ডিবিএল, মির্জাপুর থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ কেমিক্যাল, তৈরি পোশাক ও মেশিনারিজ পুড়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।