গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের এক ইমাম মারা গেছেন। আজ বুধবার বিকেলে মহানগরীর বাসন থানার ভিটিপাড়া নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমামের নাম মো. আবুল বাশার (৪৫)। তিনি নড়াইল জেলার সদর থানার মির্জাপুর গ্রামের মো. জামসেদ মোল্লার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভিটিপাড়া নতুন বাজার এলাকার বাড়িতে থেকে গাছা থানাধীন মহিষের টেক বায়তুল মামুর জামে মসজিদে ইমামতি করতেন আবুল বাশার। আজ বিকেলে বাড়ির পেছনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।