গাজীপুরে সাফারি পার্কে এক হাতির ধাক্কায় আরেক হাতির মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক হাতির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে আরেকটি হাতির মৃত্যু হয়েছে। গত ২২ ডিসেম্বর পার্কের ভেতর হাতিশালায় হাতিটির মৃত্যু হয়।
প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী আজ সোমবার (২ জানুয়ারি ২০২৩) সকালে হাতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতির মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষ সংবাদকর্মীদের কাছে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। হাতিটির মরদেহের ময়নাতদন্তের পর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।
প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী বলেন, শারীরিকভাবে অনেক দুর্বল প্রকৃতির হাতিটির বয়স হয়েছিল ৪৭ বা ৪৮ বছর। গত ২২ ডিসেম্বর পার্কের হাতিশালায় একটি হাতি ওই হাতিকে ধাক্কা দিয়ে পিলারের ওপর ফেলে দেয়। তখন মাথায় গুরুতর আঘাত পাওয়ার কিছুক্ষণ পর হাতিটি মারা যায়। ইতোমধ্যে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাতির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
আমীর হোসাইন চৌধুরী জানান, সাফারি পার্কে মোট নয়টি হাতি ছিল। সাতটি পুরুষ ও দুটি মাদী। একটি মাদী হাতি মারা যাওয়ায় এখন পার্কে আটটি হাতি রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তিনি কখনো কোনো গণমাধ্যম কর্মীর ফোন রিসিভ করেন না বলে অভিযোগ রয়েছে। ফোন রিসিভ করলেও পার্কের কোনো ধরনের তথ্য দিতে গড়িমশি করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হাতি মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে হাতিদের মধ্যে মারামারির কথা উল্লেখ রয়েছে।