গুলশানে রেস্তোরাঁয় আগুন

রাজধানীর গুলশান-২-এর একটি রেস্তোরাঁয় আজ শনিবার রাতে আগুন লাগে। ছবি : সংগৃহীত
রাজধানী গুলশান-২-এর ৯০ নম্বর রোডের ১৪ তলা ভবনের তৃতীয় তলার শেফ’স টেবিল নামের একটি রেস্তোরাঁয় আজ শনিবার রাতে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাত ৯টা ১৬ মিনিটে আগুন লাগে। ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আরো দুটি ইউনিট পাঠানো হচ্ছিল। কিন্তু, ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসায় ওই দুই ইউনিট ফিরে আসে।
দেওয়ান আজাদ বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।