গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১
গোপালগঞ্জে শুকতাইল ইউনিয়নে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ঘণ্টাখানেকের এ সংঘর্ষে আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন। একই সঙ্গে বাড়িঘরে চলেছে হামলা ও ভাঙচুরের ঘটনা।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৬টায় পারচন্দ্রদিঘলিয়া গ্রামের উত্তরপাড়ায় দুপক্ষের সংঘর্ষ হয়। বর্তমান চেয়ারম্যান রানা মোল্লা ও সাবেক চেয়ারম্যান শেখ আবেদ আলীর আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষ হয়। আহতদের ১৪ জন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এঁদের মধ্যে গুলিবিদ্ধ মিঠুন মোল্লাকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা গেছে, শুকতাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রানা মোল্লা ও সাবেক চেয়ারম্যান শেখ আবেদ আলীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জেরে আজ সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুলিবিদ্ধ রবিউল মোল্লা জানান, সংঘর্ষের সময় আবেদ শেখের লোকজন গুলি চালান। এতে আমাদের বেশ কয়েকজন সমর্থক গুলিবিদ্ধ হন।
পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস বলেন, ‘গুলিবিদ্ধ ১১ জন হাসপাতালে ভর্তি আছেন। সার্জারি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।’