গোপালগঞ্জে খেলার মাঠ দখল করার প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জের মুকসুদপুরে খেলার মাঠ দখল করে স্থাপনা তৈরির প্রতিবাদে এবং মাঠটি উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে দাসেরহাটসহ পাঁচটি গ্রামের সাধারণ মানুষ।
আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহামহাসড়কের পাশে জেলার মুকসুদপুর উপজেলার দাসেরহাটের খেলার মাঠে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, দুইশ বছর ধরে এটি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মুকসুদপুর উপজেলার দাসেরহাট, ভ্রমর গ্রাম, হাকিমপুর, হরিকাইন ও সালিনাবক্স গ্রামের ছেলে-মেয়েরা এ মাঠে খেলাধুলা করে। কিন্তু ব্যবসায়ী কে এম মাসুদুর রহমান মাঠের জায়গা দখল করে স্থাপনা তৈরির চেষ্টা এবং মাঠের ভেতরে পিলার পুঁতে খেলার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এ সময় মাঠ দখল ও স্থাপনা তৈরির প্রতিবাদে এবং উন্মুক্ত করার দাবিতে বিভিন্ন লেখা দিয়ে প্লাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধনে মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী মোল্যা, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, ব্যারিস্টার মনোজ ভৌমিক বক্তব্য দেন। পরে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।