গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ব্র্যাকের নারী মাঠকর্মীর
গোপালগঞ্জের মুকসুদপুরে নারী দিবসে ট্রাকচাপায় সুপর্ণা মজুমদার (৪১) নামে এক কর্মজীবী নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী-বাহারা সড়কের হলুদভিটা বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া এসব তথ্য জানান।
নিহত সুপর্ণা গোপালগঞ্জ শহরের ২৫৬/১ মধ্যপাড়া এলাকায় ডা. সিদ্ধেশ্বর মজুমদারের মেয়ে। সুপর্ণা ব্র্যাকের মুকসুদপুর উপজেলার বাটিকামারী শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ব্র্যাকের মুকসুদপুর শাখা ব্যবস্থাপক মো. আনিচার রহমান জানান, বাটিকামারী শাখা থেকে দুই কর্মী কামরুল ও সুপর্ণা মোটরসাইকেলে করে উপজেলার বাহাড়া যাচ্ছিলেন। হলুদভিটা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক (বগুড়া-ট-১১-১২৩২) মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সুপর্ণার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক কামরুল মারাত্মক আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।