গোপালগঞ্জে দুস্থরা পেল সাড়ে চার হাজার কম্বল

গোপালগঞ্জে দুস্থদের হাতে কম্বল তুলে দিচ্ছেন অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক লাবলু। ছবি : এনটিভি
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় অসহায় ও দুস্থদের মধ্যে সাড়ে চার হাজার কম্বল বিতরণ করেছেন আওয়ামী লীগনেতা অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক লাবলু।
আজ শনিবার দুপুরে লাবলু টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই হাজার কম্বল বিতরণ করেন। পরে তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই হাজার ৫০০ কম্বল বিতরণ করেন।
এর আগে মঞ্জুরুল হক লাবলু সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফাতেহাপাঠ ও দোয়া করেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।