গ্রামীণ ব্যাংক কর্মকর্তার ওপর হামলা, টাকা ছিনতাই
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার মাথায় আঘাত করে অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক সাবিনা ইসলাম জানান, গ্রামীন ব্যাংকের সমিতির সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আজ সকালের দিকে মোটরসাইকেলে ফিরছিলেন কর্মকর্তা আব্দুল মান্নান। পথে দক্ষিণ বারতোপা এলাকায় পৌঁছালে কয়েক যুবক ওই তাঁকে থামতে বলে। এ সময় তিনি মোটরসাইকেলের গতি কমালে কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় যুবকরা আহত মান্নানের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করেন।
ছিনতাইকৃত টাকার পরিমাণ ৬০ থেকে ৭০ হাজার বলে জানান ওই গ্রামীণ ব্যাংক কর্মকর্তা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, বিকেল পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।