ঘরোয়া আয়োজনে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ ও বিদায় উৎসব
করোনা পরিস্থিতিতে খাগড়াছড়িতে সীমিত পরিসরে এবং ঘরোয়াভাবে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ ও বিদায় উৎসব সাংগ্রাই পালন করা হচ্ছে।
আজ বুধবার সকালে খাগড়াছড়ি জেলা শহর ও বিভিন্ন পাড়া এবং গ্রামে পারিবারিকভাবে মারমা সম্প্রদায়ের সাংগ্রাইর অন্যতম আকর্ষণ জলকেলি (জলোৎসব) বা পানি খেলার আয়োজন করা হয়।
জেলা শহরের নতুনপাড়া ও বিভিন্ন মারমা পাড়ায় জলকেলি বা পানি উৎসব অনুষ্ঠিত হয়। মারমা তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করে নেন এবং নিজেদের শুদ্ধ করে নেয়। পানিকে বিশুদ্ধতার প্রতীক ধরে নিয়ে প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নেচে-গেয়ে মারমা তরুণ-তরুণীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। মারমা জনগোষ্ঠীর বিশ্বাস, এই পানি উৎসবের মধ্য দিয়ে অতীতের সব দুঃখ-গ্লানি ও পাপ ধুয়ে-মুছে যাবে।
বিভিন্ন মন্দির ও বিহারে বৌদ্ধমূর্তি স্নানের আয়োজন করা হয়। ডাবের পানি আর চন্দন দিয়ে বৌদ্ধ মূর্তিকে স্নান করিয়ে নতুনভাবে বিহারে স্থাপন করা হয়। পুণ্যলাভের আশায় বৌদ্ধ নারী-পুরুষরা এ কাজে অংশগ্রহণ করেন।