চতুর্থ ধাপের ৫৬ পৌরসভার ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারি
চতুর্থ ধাপে দেশের ৫৬ পৌরসভার ভোটগ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার রাতে ইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ ধাপে ৫৬ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি ও ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৫৬টি পৌরসভার মধ্যে ৩১টি পৌরসভার ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। আর ২৫টি পৌরসভার ভোটগ্রহণ করা হবে ব্যালট পেপারের মাধ্যমে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
করোনাভাইরাসের মহামারির মধ্যে গত বছরের ২৮ ডিসেম্বর দেশের ২৪ পৌরসভায় প্রথমধাপের ভোটগ্রহণ সম্পন্ন করে ইসি। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে দেশের ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি ও তৃতীয় ধাপে দেশের ৬৪টি পৌরসভার ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।