চলন্ত বাইকে মোবাইলে কথা বলতে নিষেধ করায় পুলিশকে মারধর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেলে মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার নলডাঙ্গা সড়কের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যর নাম শরিফুল ইসলাম (২২)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, পুলিশ সদস্য শরিফুল কালীগঞ্জ শহরের ব্যাংকের বুথ থেকে টাকা তুলে মোটরসাইকেলে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় চলন্ত মোটরসাইকেলে মোবাইলে কথা বলছিলেন সাজ্জাদুল ইসলাম সেতু নামের এক ব্যক্তি। পুলিশ সদস্য তাঁকে এভাবে কথা বলতে নিষেধ করেন।
‘এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবির্তক শুরু হয়ে যায়। একপর্যায়ে সেতুর ভাই গ্রামের মুদি দোকানদার শাওন ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি পুলিশ সদস্যকে মোটরসাইকেল থেকে নামিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার আরো অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়‘, যোগ করেন এসআই।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।