চাঁদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশি বাধার অভিযোগ, আহত ১০
চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের বাধার অভিযোগ উঠেছে। অভিযোগসূত্র বলছে, এ সময় সংঘর্ষে জড়িয়ে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলালের নেতৃত্বে হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় এলাকায় মিছিল নিয়ে এলে পুলিশ বাধা দেয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে টিয়ারসেল ও গুলি নিক্ষেপের ঘটনা ঘটে।
এদিকে, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দসহ পাঁচ পুলিশ এবং বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থেকে যুবদলের ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় তিনি বলেন, ‘পুলিশ না বুঝে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আজ যদি বিএনপির নেতাকর্মীরা মাথা ঠাণ্ডা না রাখত, তাহলে বড় ধরনের সংঘর্ষ হতো। বিএনপি দেশে সঠিক আইন পরিচালনা করতে চায়। আমি তথা বিএনপি মেহনতি মানুষের পাশে আছি থাকব।’
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইর সৈয়দ বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা নির্দশনা অমান্য করে পুলিশের ওপর হামলা চালায়। আমরা বাজারের যাত্রী সাধারণের কথা মাথায় রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তাদের মিছিল ফিরিয়ে দিই। এতে ছয় রাউন্ড টিয়ারসেল ও ২৪টি ফাঁকা গুলি নিক্ষেপ করা হয়। আমাদের ছয় পুলিশ আহত হয়েছে। পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এরই মধ্যে মিছিলে থাকা হামলাকারী বিএনপির কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে।