চাকরির প্রলোভনে দেহ ব্যবসায় বাধ্য করায় তিনজন আটক

বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করার অভিযোগে তিনজনকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের একটি ফ্ল্যাট বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তিন ভিকটিমকেও সেখান থেকে উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন মো. রানা, তাঁর স্ত্রী জেসমিন ও তাঁদের সহযোগী মো. আকাশ।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত তিনজনকে আটক এবং তিন ভিকটিমকে উদ্ধার করা হয়। বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে ফ্ল্যাটে আটকে রেখে ওই তিন নারীকে দিয়ে দেহ ব্যবসা করানো হতো। আটক তিনজনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করা হয়েছে।
উদ্ধার হওয়া ভিকটিম নিজেদের জিম্মায় রয়েছে এবং তাঁরা আদালতে আগামীকাল বুধবার জবানবন্দি দেবেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।