চাকিরপাশা নদী পরিদর্শন করলেন জাতীয় নদীরক্ষা কমিশন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাশা নদী দখলমুক্ত করতে জরিপ করেছেন জাতীয় নদীরক্ষা কমিশনের পাঁচ সদস্যের জরিপ দল। আজ বুধবার তাঁরা এই জরিপ কাজ শুরু করে।
কুড়িগ্রামের রাজারহাট তিস্তা নদীর প্রবেশমুখ থেকে চাকিরপাশার নদী জরিপ কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন নদীরক্ষা কমিশনের গঠিত দলের আহ্বায়ক অতিরিক্ত সচিব সৈয়দ মো. মতলুবর রহমান, পানি বিশেষজ্ঞ সাজেদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড. তুহিন ওয়াদুদ, রাজারহাট সহকারী কমিশনার (ভূমি) আকলিমা মুন্নি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান।
জানা গেছে, চাকিরপাশার নদী দখলমুক্ত করতে স্থানীয় প্রশসানকে কয়েক দফা চিঠি দেয় জাতীয় নদীরক্ষা কমিশন। এরপরও নানা কারণে দখলমুক্ত না হওয়ায় বিশেষ জরিপ টিম গঠন করা হয়।
জরিপকালে দলের প্রধান বলেন, ‘নদীকে সংকুচিত করার সুযোগ নেই। নদী কমিশন চায়, নদী তার স্বাভাবিক গতিতে প্রবাহ হবে। কোনো দখলদার নদীর গতিপথ বন্ধ করতে পারবে না।’