চিতলমারীর সব ইউপিতে আওয়ামী লীগ জয়ী

বাগেরহাটের চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা। ছবি : সংগৃহীত
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। গতকাল সোমবার দিনভর ভোট শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন ১ নম্বর বড়বাড়িয়া ইউপিতে মো. মাসুদ সরদার, ২ নম্বর কলাতলা ইউপিতে মো. বাদশা মিয়া, ৩ নম্বর হিজলা ইউপিতে কাজী আবু সাহিন, ৪ নম্বর শিবপুর ইউপিতে মো. অলিউজ্জামান, ৫ নম্বর চিতলমারী সদর ইউপিতে পরিষদে মো. নিজাম উদ্দিন শেখ, ৬ নম্বর চরবানিয়ারী ইউপিতে অর্চনা দেবী বড়াল (ঝর্ণা) ও ৭ নম্বর সন্তোষপুর ইউপিতে বিউটি আক্তার।