ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১
ঝিনাইদহের মুরারীদহ গ্রামে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় সবুজ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো তিনজন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। আহতরা হলেন নিহত সবুজ মিয়ার মা আমেনা বেগম, সবুজের ছোট ভাই শাকিল ও অপর জন চাচাতো ভাই রানা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, সকালের দিকে মুরারীদহ গ্রামের গ্রামের মাঠে সবুজ মিয়ার ক্ষেতের কয়েকটি গাছ খেয়ে ফেলে প্রতিবেশী মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসা করা হয়। এরপর বিকেলে মাঠে কাজ করতে যান সবুজ মিয়া ও তাঁর চাচাতো ভাই রানা। সে সময় মজিদসহ কয়েকজন তাদের ওপর আক্রমণ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হয়।
খবর পেয়ে ছুটে আসেন সবুজের ছোট ভাই শাকিল ও মা আমেনা বেগম। তাঁদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনার পর চিকিৎসক সবুজ মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানান ওসি।