ছাত্রলীগের সাবেক থেকে আসছে নতুন নেতৃত্ব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/10/south.jpg)
স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব এবার ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্য থেকে আসবে এমনটাই প্রত্যাশা করছেন পদপ্রত্যাশীরা। তবে সংগঠনে অনুপ্রবেশকারী ও বিতর্কিতরা বাদ পড়বেন এমনটাই চাওয়া সবার।
যদিও এর মধ্যে ক্যাসিনো কাণ্ডে ব্যাপক বিতর্কের জের ধরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার তাঁর পদ হারিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৬ সালের ৩১ মে। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় পদপ্রত্যাশী অনেকেই কোণঠাসা ছিলেন। সম্মেলনের তারিখ ঘোষণার পর তারাও মাঠে নেমেছেন। নিজেদের অবস্থান জানান দিতে পদপ্রত্যাশীরা আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ প্রভাবশালী নেতা-মন্ত্রীদের বাসায় ভিড় করছেন।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগে শীর্ষ পদপ্রত্যাশী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা নেত্রীর ১/১১-এর পরীক্ষিত সৈনিক। নির্যাতন সহ্য করেছি। সততা, স্বচ্ছতা, কমিটমেন্ট ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে দলের জন্য সব সময় নিয়োজিত রেখেছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে আমি অবশ্যই এই পবিত্র দায়িত্ব সততার সাথে পালন করব।’
আরেক পদপ্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক তারিক সাঈদ বলেন, ‘বিএনপি-জামায়াতের দুঃশাসনের সময়ে যারা ভূমিকা রেখেছেন, যাদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ নেই, যারা ক্লিন ইমেজের ত্যাগী এবং রাজপথে যাদের ভূমিকা রয়েছে, আশা করি এই সম্মেলনে এমন নেতৃত্ব আসবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, ‘সংগঠনের সব সময়ে যারা ছিলেন, রাজপথে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ নেই, তারাই নেতৃত্বে আসবে—
এটাই আমরা প্রত্যাশা করি।’
এ ছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য লড়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানা, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগের প্রথম সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম এনটিভি অনলাইনকে বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে তারাই আসবে, যারা এক সময়ে ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। ছাত্রলীগের নেতা ছিল তাদের মাঝ থেকে যেন নেতৃত্ব হারিয়ে না যায়, যাদের যোগ্যতা আছে, দুঃসময়ে সংগঠন করেছে, ছাত্রলীগের সঙ্গে থেকে নেত্রীর সব কর্মসূচি পালনে ভূমিকা রেখেছে নেতা নির্বাচনের ক্ষেত্রে তারা অবশ্যই অগ্রাধিকার পাবে।’