জনগণের অধিকার রক্ষায় আমরা ভোটে আছি : রবিউল আলম
‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় আমরা নির্বাচনে ও আছি এবং ভোটেও আছি।’ এমনটাই জানিয়েছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।
আজ রোববার হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং সেন্টারের সামনে থেকে শুরু করে ১৬ এবং ১৭ নং ওয়ার্ডে গণসংযোগ শুরুর আগে এসব কথা বলেন বিএনপির প্রার্থী রবি। ওই সময় উপস্থিত ছিলেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, তাবিথ আউয়াল, ধানমণ্ডি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি কামরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সৈকত, নিউমার্কেট থানার সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শেখ রবিউল আলম বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আমরা নির্বাচনেও আছি, ভোটেও আছি। জনগণের অধিকার রক্ষায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা ভোটে আছি, থাকব। জনগণকে আহ্বান জানাব ২১ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য। আর ভোটারদের সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার সুযোগ তৈরি করতে আমরা কাজ করছি।’ তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছে। তিনি অত্যন্ত অসুস্থ। প্রায় মৃত্যুশয্যায়। জালিম সরকার তাঁর মুক্তি দিচ্ছে না।’