ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি : বিএনপিনেতা মীর নেওয়াজ
জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় তুলে ধরলেন বিএনপির নির্বাহী কমিটির যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে এডিস মশা নিয়ন্ত্রণের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানালেন তিনি।
শীতের এই সময়েও ডেঙ্গুর প্রকোপ থাকায় লালবাগবাসীকে ডেঙ্গু সচেতন হতে বলেন বিএনপির এই নেতা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিদর্শন করেন ও বলেন, ডেঙ্গু এমন একটি সমস্যা যা শুধুমাত্র সরকার বা সিটি করপোরেশন একা নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই যেসব কারণে ডেঙ্গু রোগ সৃষ্টিকারী এডিস মশার জন্ম, সেসব কারণকে মুছে দিতে সচেতনতার সঙ্গে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজিবর রহমান মজু, সাবেক সহসাধারণ সম্পাদক হাজী আবু সাইদ টুলু, শরিফুল ইসলাম জজ, ২৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুর রহমান জনি, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইজুদ্দিন প্রমুখ।
মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, জনতা ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঠিক ও সময়োপযোগী কার্যক্রম এডিস মশার প্রজননকে কমাতে পারে। দিনদিন ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে এডিস মশা নিয়ন্ত্রণের কার্যক্রম আরও বেগবান করতে হবে। তিনি বলেন, জরুরি ভিত্তিতে হটস্পট ম্যানেজমেন্ট করতে হয়। বিজ্ঞানভিত্তিক উপায়ে এডিস মশা নিয়ন্ত্রণ করতে হবে।
এডিস মশার প্রজনন রোধে মীর নেওয়াজ ড্রাম, টায়ার, বালতি, ফুলের টবসহ যেকোনো ধরনের পাত্র, নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত, ইট বা টাইলস ভেজানোর চৌবাচ্চা, কিউরিংয়ের পানি জমার স্থান, বিশেষ করে বেজমেন্ট পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান।