জাফলংয়ে ভারতীয় নাগরিকের ভাসমান মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় এক নাগরিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার জাফলং এলাকার পিয়াইন নদী থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, উদ্ধারকৃত মরদেহটি ভারতীয় কোনো খাসিয়া নাগরিকের হতে পারে। মরদেহটি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পিয়াইন নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান জুনেল ও দেবজিৎ দাশসহ পুলিশের একটি দল ও দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকারীদের ধারণা, ডাউকি নদীতে পড়ে স্রোতের টানে হয়তো মরদেহটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে।