জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে আরিফা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বামনা ঘোনাপাড়ার এলাকায় মুছু মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আরিফা আক্তার ওই এলাকার আলম মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বন্যায় আরিফাদের বাড়ির আশপাশেও পানি আসে। সকালে বন্যার পানিতে খেলতে গিয়ে আরিফা নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তার মরদেহ মুছু মুন্সির বাড়ির আঙিনায় বন্যার পানি থেকে উদ্ধার করে।
ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বন্যার পানিতে ডুবে শিশু আরিফা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।