জয়পুরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হয়েছেন আরও চার জন। উপজেলার ভারত সীমান্তবর্তী রতনপুর গ্রামের সালুয়া মাঠ এলাকায় আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এরই মধ্যে আহত ব্যক্তিদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুজন হলেন পাঁচবিবি উপজেলার রতনপুর জোরপুকুরিয়া গ্রামের মৃত বিরাজ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৬১) ও রতনপুর চৌধুরীপাড়ার হোসেন আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৫৪)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আজ সকালে উপজেলার রতনপুর-সালুয়া মাঠে কয়েকজন কৃষক আমন ধান রোপন করছিলেন। হঠাৎ মেঘে ঢাকা আকাশে বিদ্যুৎ চমকালে তাঁরা পাশের একটি শ্যালো মেশিনঘরে গিয়ে আশ্রয় নেন। ওই সময় আকস্মিক বজ্রপাত হলে কৃষক দুলাল ও মোফাজ্জল ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হন আরও চার কৃষক। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।