জয়পুরহাটে বজ্রপাতে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/06/bizli.jpg)
সুনামগঞ্জ বজ্রপাতে। ফাইল ছবি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বজ্রপাতে ভগ্নিপতি ও শ্যালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে রায়কালি ইউনিয়নের রায়কালি-চন্দ্রপাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রায়কালি ইউনিয়নের রায়কালি-চন্দ্রপাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে আলম হোসেন ও তাঁর শ্যালক একই গ্রামের আজিজার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন।
জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যার পর ঝড় বৃষ্টির সময় তারা বাড়ির অদূরে একটি মাঠে মরিচের ক্ষেত দেখতে যান। এ সময় বজ্রপাতে দুজনের শরীর মারাত্মকভাবে ঝলসে যায়।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ ও রায়কালি ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।