জয়পুরহাটে যাত্রীবাহী কোচ খাদে পড়ে নারী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/20/joypurhat.jpg)
জয়পুরহাটের কালাইয়ে আজ সোমবার যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। ছবি : এনটিভি
জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী কোচ খাদে পড়ে এক নারী নিহত এবং কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের সরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নারী যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী হানিফ পরিবহনের কোচটি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের সরাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত ও কমপক্ষে ৩০ যাত্রী আহত হন।
আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর গুরুতর সাতজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।